ফিরে এসো সুচেতনা (2)
-শিবশঙ্কর মণ্ডল
রৌদ্রে তরুবর চৈতন্য হৃদয় আহত
এখানে তুলেছে মাথা মিথ্যের পাহাড়।
স্বপ্নের পোড়া গন্ধ হেথায় ক্রমাগত
ছিঁড়ে খায় নর্তকী রাত্রির অন্ধকার।
পোড়ামাটির ধূসর ধুলোর ‘পরে জাগে
বিহগ ডাকা ভোরের ভাঁটিয়ালী সুর।
অব্যক্ত ক্লান্তি অবিদিত মৃত্যুর আগে
স্বর্ণালী ক্ষেতে খোঁজে পৌষালী রোদ্দুর।
ঐশ্বরিক ক্ষমতা হয় অন্ধকারে ভাগ
ঐক্য ইতিহাস ক্ষুব্ধ এই লুপ্ত কলরবে।
শ্রান্তির প্রতিবিম্বে লাল রক্তের দাগ
আলোড়ন তোলে রূঢ় নি:শব্দ বিপ্লবে।
পৃথিবীতে প্রেম আজ বোঝে নাই কেউ
স্বপ্নকে হত্যা করে স্বার্থকে ভালোবাসি।
ফেনিল্ এই অচেতন সমুদ্রের গাঢ় ঢেউ
অভুক্ত হায়নার ন্যায় উষ্ণ রক্ত পিয়াসী।
নিরালা অবসাদময় প্রেম বিক্ষুব্ধ মন
হৃদয় ছন্দে শিথিল শব্দের আনাগোনা।
রুগ্ন পৃথিবী তোমায় খোঁজে অনুক্ষণ
নি:শব্দ বিপ্লবে ‘ফিরে এসো সুচেতনা ‘!
নব বসন্ত সাজাব আজ ফাগুনের ফাগে
কালের স্রোতে ভেসে যাক যত বেদনা।
নূতন গল্পের ছন্দে নিশি জেগে অনুরাগে
সন্ধ্যা দীপ হাতে ‘ ফিরে এসো সুচেতনা ‘।