ঐশ্বরিক
– কৃষ্ণ বর্মন
ইষৎ আভাষে ইশারায়
ইতস্ততঃ সব সঙ্কোচকে দূরে সরিয়ে
তোমাকে ঈশ্বর ভেবেছিলাম বলে
ইতরের দল পথে ঘাটে তীর্যক উক্তিতে
তিতিবিরক্ত করে তুলেছিল আমার প্রতিটি দিন।
তোমার চোখ বলেছিল আজও কাউকে বিশ্বাস করা যায়।
তোমার নিঃশ্বাসে ছিল নির্ভরতার প্রতিশ্রুতি।
এক পা দুই পা করে এগোতে এগোতে
অনেকটা বন্ধুর পথ পেড়িয়ে
চোখ বন্ধ করাটা আমার বড় ভুল ছিল।
আজও সেই ভুলের মাশুল গুনছি।
ঈশ্বর নেই।
তবুও না জানি কেন ঈশ্বর ভক্তি
আজও একই রকম অটুট আছে।
আসলে ঈশ্বর পাল্টে যায়
অথবা মানুষ থেকে ঈশ্বরে উত্তীর্ণ হওয়া ঈশ্বর
আবার নেমে আসে অমানুষের পর্যায়ে
অথচ বিশ্বাস পাল্টায় না।