Site icon আলাপী মন

গাছের বেদনা

গাছের বেদনা
– অঞ্জনা গোড়িয়া

 

কখনো কি কান পেতে শুনেছো
বৃক্ষের নীরব ক্রন্দন?
কখনো দেখেছো কি কত যন্ত্রনায়
কাতর হৃৎস্পন্দন?
যখন ইচ্ছা ফুল পাতা ফল ছিঁড়ে
নিঃস্ব করি বৃক্ষকূলে,
ভেবেছো কি ,কত কষ্টে কত দুঃখে
বেঁচে আমাদেরই ভুলে?
আমরা পাষান নিষ্ঠুর নির্দয় স্বার্থপর
প্রকৃতির সৃষ্টি বৃক্ষকূল।
এদের দানেই আমাদের জীবন নির্ভর।
তবু কি দারুন করি ভুল,
নিজ স্বার্থে বৃক্ষে হানি কুঠারাঘাত
গোপনে বৃক্ষের করি প্রাননাশ।
নীরবে সয়েছো মানবী মনের আঘাত।
তুমি স্থির হয়ে ফেলো দীর্ঘশ্বাস।
তোমারই ছায়াতলে আশ্রিত পক্ষীপতঙ্গে,
প্রতিটি অঙ্গ করেছো উৎসর্গ
বিশাক্ত গ্যাস শোষন করেছো অঙ্গে।
ধরাতে রচিছো বিশুদ্ধ গ্যাসের স্বর্গ।
পাতায় পাতায় শর্করা খাদ্য রন্ধন
বিলিয়ে দিয়েছো মানব সংসারে
গাছ মানুষের অকৃত্রিম বন্ধন।
ধন্য মানব জনম বৃক্ষের উপকারে।

Exit mobile version