Site icon আলাপী মন

নদী তুমি কার?

নদী তুমি কার?

-অমল দাস

 

 

 

চিতায় পোড়া যন্ত্রণাগুলি খোঁজে মুক্তির দ্বার

বসে, নাঙ্গা পথের ভাঙা চরে, শুধায় নদী তুমি কার ?

যে নদীটি যাচ্ছে চলে, তার কষ্ট কি কেউ জানে?

ধরার জ্বরা বইছে সে রোজ পাপীর পবিত্র ডুব স্নানে।

 

 

বৃষ্টি ধোয়া ক্ষতের মাটি ছড়িয়ে যাচ্ছে যেথায়

সমস্ত দিন দাপিয়ে প্রলয় কাঁদছে সেথা ব্যথায়

কোন বিরহে ঝরছে আকাশ কেউ কি তা বোঝে!

নালায় জলায় কপাল ঠুকে নদীর বুকই খোঁজে।

 

 

হঠাৎ করে ভাঙল যে ঘর ঠুনকো আঘাত নিয়ে

নকশি কাঁথায় চিত্র আঁকে চোখের পানি দিয়ে।

বৈঠাঘাতেও ছলাৎ নদী! কেউ কি ভালোবাসে?

জল থলিতে আসলো যে বীজ সে পা নাচিয়ে হাসে।

 

 

সাদা পাতা দাগিয়ে কলম শোষণের রাবার ঘষাঘষি

কথ্য ভাষা বিকিয়ে দিতে পাল্লা দরে জলের কষাকষি, 

তৃষ্ণা মিটিয়ে বোবা নদী- শুধুই মূল্য খোঁজে তার

উলঙ্গ ছোঁড়াও টোক্কা দিয়ে, শুধায় নদী তুমি কার?

Exit mobile version