Site icon আলাপী মন

ছাড়াছাড়ি

ছাড়াছাড়ি
– সোহিনী সামন্ত

 

 

“সেই দিনটা তোর মনে আছে…
যে দিন আমাদের ব্রেক আপ হয়েছিল”।
কত কেঁদেছিলাম মাথার বালিশ জড়িয়ে ধরে…
তোর অনেক খোঁজ করতে গিয়ে ব্যর্থ ব্যথায় ঝিমিয়ে পরতাম…
কত রাত জেগে চোখের  নীচের কালশিটে আরও কালো হয়ে উঠত…
কাজ করতে গিয়ে অশ্রুবিন্দুরা শিশিরের মতন ঝড়ে পড়ত।
হঠাৎ একদিন বেদনার সীমা ছাড়িয়ে গেল। ছুটে চলে যাই
গঙ্গার ধারে। সবে পা বাড়াব তখনই কে যেন বলে উঠল
“আত্মার শান্তি কীসে?”
কে যেন দূর থেকে চেঁচিয়ে বলল “ বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি তোমার শান্তি।
আর কোথাও খুঁজো না নিজের শান্তি।”
ফিরে আসি বাড়ি সেই শেষ রাতে।

Exit mobile version