Site icon আলাপী মন

পরিবর্তন

পরিবর্তন
-সুপ্রিয়া চক্রবর্ত্তী

 

 

কালের আবর্তনে প্রতিনিয়ত নিজেকে ভাঙছি….
নিজেকে ভাঙছি আর নতুন করে গড়ছি

বারবার নিজেকে ভাঙা আর গড়ার খেলায় নিজেকে নিয়োজিত করছি….

পুরনো যা কিছু বদলে ফেলে নতুনের সাথে নব সাজে সেজে উঠছি…..

যত পাচ্ছি তত হারাচ্ছিও_

পাচ্ছি স্বাধীনতা,হারাচ্ছি মানবিকতা_

আয়েশে ডুবে যাচ্ছি,পরিশ্রমের বোঝা কমিয়ে রোগের স্বীকার হচ্ছি…

শান্তি হারিয়ে ফেলছি, জড়িয়ে ধরছে হিংসা,কুটিলতা…

পাপবোধ চলে যাচ্ছে হৃদয় থেকে,অহঙ্কারে বেঁধে ফেলেছে চারদিক…

বিভৎস লোলুপতা গ্রাস করেছে চারপাশ থেকে…

লোভ,লালসার হাহাকারে সরল জীবনযাপন হারিয়ে গেছে আগুনের লেলিহান শিখায়…

মানুষ আজ মানুষ নেই, সবাই মেরুদণ্ডহীন
সরীসৃপ এর মত…

অন্যায়,অবিচার ভেঙে ওঠো মানুষ!জাগো মানুষ!
কলুষ হৃদয় হতে জেগে ওঠো প্রাণ
ভুলে যত মান অভিমান।

Loading

Exit mobile version