প্রিয় সম্রাট
-পলি ঘোষ
অলি গলিতে সন্ধ্যায় আমি একটা ছবি ।
অলি গলি আজ আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয় সম্রাট ।
জীবনের প্রথম চলার পথে ঘাত প্রতিঘাত
এক পশলা অজানা অচেনা আপণ আশঙ্কা।
মনের হিয়ার মাঝে হিমের পরশ পাথর বেঁধে ওঠে রক্তজবা হয়ে।
দেখি আকাশ জুড়ে শুধুই জমছে মেঘের ভেলা সারি সারি ।
আমি আমার জীবন ভেলা ভাসিয়ে নিয়ে চলি আপন হাতে বৈঠা বেয়ে।
আমার ভালবাসার দুই নয়ন খুঁজে সারাক্ষণ শুধু তুমি তুমি করে।
এখন দেখি আমি শ্যাওলা পড়া আছে আমার মিষ্টি আদরের লক্ষী সোনা।
ভিড় বাড়াতে হাত রেখে দিলাম তোমার মুক্তো মুখের হাসি মুখ পানে।
আমার সকল সাধের বনলতা মালা গেঁথে থাকবে মনের মাঝে।
আমি খুশির হাওয়ায় পাল তুলে দিয়ে আবেগ হাওয়ায় হাওয়ায়
ভেসে গেলাম অনপুম সৌন্দর্যের বৈচিএ্যময়।