সম্পর্ক
– শংকর হালদার
বসন্তের গোধূলি লগন মাড়িয়ে পথ চলা
মরুর বুকে বালির টানাপোড়েন
বারির বুকে ঢেউয়ের উচ্ছাস
অমলিন সম্পর্ক থিতিয়ে পড়ে
কাঁচের গেলাসে,
উষ্ণতার হাতাহাতি হাতের মুঠোতে
ধরে রাখা যায় না,
ফুলে ফুলে মালা যত গাঁথি
সুতোকে রেখে নিরবে ঝোড়ে যায়
আদৌ থাকে না মালা হয়ে,
নক্ষত্রের আলো সম্পর্ক বাড়ালেও
নিভে যায় নিজে, নিজে থেকে ।
আমার ছায়ায় তোমাকে হাঁটতে দেখে
সম্পর্ক ছড়িয়ে পড়ে শিরায় শিরায়,
ঘাম হয়ে ঘাসের আগায় ধরা দেয়
শিশির হয়ে আমার পায় ।