কবিতা

জাগো

জাগো
-সুদীপ্ত কুণ্ডু

 


বছরটা শুরু হল কলমের ডগায় আবেগ অভিযোগ নিয়ে প্রতিবাদী সুরে….
আজকাল দেশের উন্নতির খিদে পেট যেন ভরে যাচ্ছে সমালোচকদের বুলিতে!
যত পরিকল্পনাহীন ইতিগজের দল প্রেমের মিসাইল গুলো সাজাস কেনো

যদিনাই পারিস নিতিকথার ফিদাইল তৈরী করতে?!
কিছু তো ছিল আইন কানুন নোটবন্দী পকেটফন্দী ঘিরে,
নতুন ফুলে বসন্ত এল কিনা কটা মানুষ স্পর্শ পেলো শিশিরভেজা পদ্মের পাতায়?
মহাবীর কি পারলো লড়াইটা শিখিয়ে যেতে ডিজিটাল উন্নতির এলোপাথাড়ি হিরিকের মাঝে??
বুদ্ধিজীবি কি মজে যুক্তিতর্ক অফবিট্ শক্তি পরীক্ষায় নাকি যানজট নেটওয়ার্কে ব্যস্ত এ শহর সেই নিলীমাই নাস্ত ?!
ক্যাপ্টেন পাল্টায় আর চেয়ারপার্সনরা ভোট কিনে নেয় আবার কি- 

আমাদের নিয়ে টিটোয়েন্টি খেলবে বলে??
উন্নতির গিরগিটির রঙ্গমঞ্চে শিক্ষিত নেতার মাপকাঠি সর্বসাকুল্যে কাম্য কি নয়??

Loading

Leave A Comment

You cannot copy content of this page