অভিমান
-রাণা চ্যাটার্জী
বল না ওরে সই …
আমার বাঁশের মাচার ভরসা,সঙ্গী
ঠ্যাকনা ছিলিস তুই ।
আজ যে হটাত সরিয়ে নিলি
কেমন করে রই !
আজকে গাছে ফুল এসেছে
মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে,
ভিড়ের মাঝে ,সকাল সাঁজে
তোর পাচ্ছি আর দেখা কই !
নিত্য আমি আঁধার রাতে ,
নিদ্রাহীন অপেক্ষাতে
ক্লান্ত ,রিক্ত অবসন্ন মনে
আজও জেগে রই !
তুই ও জানি আমার সনে
বলিস কথা মনে মনে ,
হটাত্ মিছে রাগ অভিমানে
সরিয়ে নিজেকে আনমনে
জেগেই কাটাস ভোর !
বলনা ওরে সই ,
আজকে ঠেলে অনেক দূরে
বানিয়ে আমায় ভবঘুরে
কি আনন্দ পাস তুই !
জীবন মৃত্যুর দোলাচলে
ঝড় আসে বৃক্ষ তলে ।
আবার সব ঠিক হয়ে যায়
পুব আকাশে সূর্য এলে ,
উঁকি মেরে জাগিয়ে তোলে
পুরণো জীবন নতুন ভাবে
শুরু হয় “নতুন ভোর”।
শোন রে ওরে সই ,
আজো আমি অপেক্ষাতে
এই বুঝি এসে আমার সাথে ,
হাসবি , খেলবি ,করবি মজা
এই আশাতেই পথটা চেয়ে রই।