গ্রাম
-অমরেশ কুমার
গ্রামের পথে কূজন সুরে
ডাকছে পাখি আপন মনে
হালকা হাওয়া বইছে দুলে
মৌমাছিরা উড়ছে ফুলে
গন্ধে ভরা আমের মুকুল
ফুল ফুটেছে গাছে বকুল ।।
দোয়েল পাখি উড়ছে তালে
কৃষ্ণচূড়া গাছের ডালে
সন্ধ্যা হলে রাখাল ছেলে
ফিরে আসে মায়ের কোলে
ঘুম পাড়ানি গান শুনিয়ে
ঘুম পাড়ায় মা গান বানিয়ে ।।
শিশুরা সব খেলছে ছুটে
খেলছে তারা ধূলার মাঠে
মাখছে তারা ধুলাবালি
মুখেতে সবার হাসির কালি ;
নামছে সবাই পুকুর ঘাটে
করছে মজা সাঁতার কেটে ।।
সবুজ সবুজ ধানের খেতে
চাষীরা সব উঠেছে মেতে
কাস্তে হাতে কাটছে ধান
মুখেতে সবার আনন্দের গান ;
নারী পুরুষ সবে মিলে
বাঁধছে ধান কোমর তুলে ।।
সোনালী আভার ধানের কণা
ঈশ্বর সৃষ্ট প্রকৃত সোনা
খাচ্ছে দোলা হাওয়ার সাথে
উঠছে দুলে তরঙ্গ তুলে
দুচোখ যত যাচ্ছে দূরে
দেখছি তত ঘুরে ঘুরে
সবুজ শ্যামল বসুন্ধরায়
এমনি রূপ গ্রামেই রয় ।।