কবিতা

ফিরে এসো সুচেতনা (৩)

ফিরে এসো সুচেতনা (৩)
-শিবশঙ্কর মণ্ডল

 

 

অচেতন বিবেক প্রকাশ্যে খেয়ে ঘুষ
অন্ধ সমাজের রন্ধ্রে জাগায় ভীতি।
কোথায় বিবেক? আমরা ভ্রষ্ট মানুষ
ত্রাসের গণতন্ত্রে কাঁদে ন্যায়ের নীতি।

 

দাম্ভিক অনুভূতির অনৈক্য অনুভবে
রক্তের খোঁজে মত্ত শানিত তরোয়াল।
অসুস্থ মানবিকতার অন্ধ কলরবে
নি:স্তব্ধ প্রহর পাতে চক্রান্তের জাল।

 

হিংস্রতা নির্মাণ হয় তীব্র অনুদারে
চাঁদটাও ভুগছে ক্ষয়াটে রোগে আজ।
বেকার বঞ্চিত এই সাম্যের অধিকারে,
দূষণে আক্রান্ত উপাস্য শিল্পী সমাজ।

 

সেই বিস্মৃত অতীত রক্তের স্বাধীনতা
শত শত কুমারীর কৌমার্য হরণ।
দুর্ভিক্ষ,মহামারী,উপপ্লবের কথা
স্বার্থপর সুনাগরিক করে না স্মরণ।

 

পৌষের রোদ্দুর পিঠেই চাষির ছেলে
শিশির ভেজা মাটিতে ফলায় সোনা।
শ্রাবণে মাথার উপর বিজলি খেলে
মাটির গন্ধেই ফিরে এসো সুচেতনা।

 

ফেরার পথে জোনাকিরা জ্বালবে শিখা
শুরু হবে ফাল্গুনী বাতাসের বন্দনা।
হাসবে হিমালয় থেকে কন্যাকুমারিকা
শুধু একবার ফিরে এসো সুচেতনা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page