Site icon আলাপী মন

আমার ভারত

আমার ভারত
-কৃষ্ণ বর্মন

 

 

সার্বভৌম ভারত ধর্মনিরপেক্ষ ভারত
গনতান্ত্রিক ভারতের প্রজা আমি।
তথাকথিত প্রজার মত রাজতন্ত্রের যাতনা কলে
আমি নিষ্পেষিত অসহায় নই।
রাজদন্ডের দন্ডবৎ ভয় নেই আমার ভারতে।
শৃঙ্খলের নিষ্ঠুর বন্ধন টুটে বহু আগেই
অন্ধকারের গর্ভ থেকে উদিত হয়েছে
সাম্য আর স্বাধীনতার সূর্য।

আমার ভারত বীর্যে বলিষ্ঠ
আমার ভারত শোর্যে শ্রেষ্ঠ
আমার ভারত ত্যাগে অকৃপণ
আমার ভারত শান্তির শ্বেত কপোত।

আমার ভারত আমার দেশ
নব চেতনার নব উন্মেষ।

অথচ ধর্মের নামে জাতের নামে
ক্ষতবিক্ষত আমার দেশ আমার মা।
এই ভারতের আলোক শিশুকেই রাতের অন্ধকারে
আবর্জনায় রেখে যায় জন্মদাত্রী।
আবর্জনা কুড়োতে কুড়োতে
সমাজের আবর্জনার মতই ওরা বড় হয়
ফুটপাথে,কারখানায়,দোকানে।
রক্তে বারুদে বিষাক্ত বাতাস
শ্লথ বিষক্রিয়ায় হত্যা করতে চায়
শান্তির অমৃতবানী।
অর্থের দ্বৈরথে ভোগী হয়ে ওঠে যোগী
পথ হারায় ভগীরথ।

তবুও আমার ভারত আমারই।

আজো আমি স্বপ্ন দেখি—-
আমার ভারতের
নেতাজীর ভারতের
মহাত্মার ভারতের
রবি ঠাকুরের ভারতের
নজরুল আর ভগৎ সিং-এর ভারতের।

হে আমার নূতন ভারতের নব কিরন
তোমরাই একদিন সূর্য হবে,
তোমরাই আনবে সেই প্রভাত,
আলো যেখানে অলৌকিক নয়,
ভয় পেওনা সাময়িক রাত।

Exit mobile version