উত্তরসূরী
-শুভঙ্কর অধিকারী
তোর ভূমিষ্ঠ হওয়ার পর, চেয়েছি কেবল তোরই উত্তরণ!
তোর জন্য রেখে যেতে চেয়ে ছিলাম, এক সমুদ্র সুখের ঢেউ!
দেখতে চেয়েছি তোকে নক্ষত্রদের মাঝে জ্বলজ্বল করতে।
চাইনি কোনও দিন তুইও আমার মতন দাউ দাউ অগ্নিকুন্ড হোস!
বনস্পতির মত চেয়েছি আগলে রাখতে, ঝড় -ঝাপটা থেকে!
তোর সকল সাধ আহ্লাদ পূরণের আপ্রাণ চেষ্টা ছিল অবিরত!
সাধ্যের বাইরে ও রেখেছি পা, মধ্যবিত্তের চৌকাঠ ডিঙিয়ে!
আমার স্বপ্নের ঐ ব্যর্থতার আকাশে তুইই ছিলিস একফালি ভরসার চাঁদ!
চাইনি আপোষ করে কাটাস ভীতু, কাপুরুষ হয়ে
চেয়েছি কেবল দীপ্ত পুরুষের মতন শিরদাঁড়াটাকে শক্ত করে চল!
আজ সময়ের স্রোতে বয়ে যাওয়া তিরিশ বছর পরে
পিতৃছায়ায় গড়া তোর ঐ দুচোখে নিজেকে দেখি।
তুইও যেন আমারই মতন কাঁধে নিয়ে বয়ে চলেছিস সেই দায়ভার।
চেষ্টা করছিস গড়ে তোলার নতুন এক উত্তরসূরীকে !!