ভাঙা গড়া
-অমল দাস
উপযাচক দু’টি বক রোদেলা সকালে আঙিনায় এসে
চেয়েছে শুনতে পুরনো প্রেমের গল্প!
বাইরে থেকে চকচকে দেখেছে, আসলে রাংতা মোড়া
ভিতরে ঠাসা তামাক, ভালোবাসা ছিল অল্প।
উৎসুক দু’টি শালিক আব্দারে নেচেছে উঠানময়
চেয়েছে বিগত প্রণয় ধ্বনি শুনতে,
সুদূর পিয়াসী বেহাগী বাতাস বুঝেছিল মনের কথা
তাদের বলে গেল চেয়োনা কিছু জানতে।
প্রজাপতি ডানা মেলে বর্ণময়ে ঘুরছে চারপাশ, গন্ধে
ভাবে.. ফুলে মুগ্ধ মধু নিঃশেষ এই বেলা!
কৌতূহলী জমায়েতের কোলাহল ফিরতি পথে, নিরাশ
ঘাস ফড়িং-এরও ভেস্তে গেলো খেলা।
নীরক্ত ঘাস বিষাদে হলদে হয়ে নেতিয়ে আছে পাশে
ফোঁটা জলের হিসাব রেখেছিল সমস্ত,
উপন্যাসের পাতায় কলম রেখেছিলাম বটে, আমি
সিঁড়ি ভাঙা গড়াতেই ছিলাম ব্যস্ত।
গরম তেলে ফুটেছিল প্রেম ঝুরঝুর হয়ে পড়েছে,
তারা কার্বন হাওয়ায় ভাসছে নীল আকাশে,
সখা! তোমাদের রুক্ষ জমিতে বৃথাই খোঁজা জলতল
মরীচিকা ঘুরে এসো কোনো এক অবকাশে।
অপূর্ব
ধন্যবাদ