কবিতা

অবিনশ্বর

অবিনশ্বর

-নীলোৎপল সিকদার

 

 

এখনো হয়নি ভোর এ মৃত্যুচরাচরে
সূর্য উঠার ঢের আঁধার রয়েছে বাকী
প্রাণ প্রবাহ ছুঁয়ে আসবে রোদ্দুর
বন্ধু উৎকন্ঠাহীন উদ্বেগে কাটুক এ প্রহর
রাঙা আলোয় একদিন ভোরবেই
এ প্রাণের শহর…

অনন্ত অসীম প্রাণ উল্কাসম আসে
অজস্র প্রাণের ছোঁয়ায় আলোড়িত হয়
কাম কামনা লোভ মোহ
মন আকাশে ক্রমে উদিত হয়
ভুলে যায় অমৃত সমুদ্র উৎসবে
অকৃত্রিম আনন্দে ভেসে থাকার বার্তা
অবিনশ্বর প্রাণ নিয়ে বসে থাকে
নশ্বর যতো ঠুনকো জীবনের পথে…

এ সাজানো অমরাবতীসম
পৃথিবীর সুখ দুঃখ কাননে
কাটিয়ে কিছুটা সময়
পুঁতিগন্ধময় দেহ ছেড়ে
হাওয়ার রথে হাওয়ায় উড়ে যায়
প্রাণ যেমন তবু প্রাণই রয়…

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page