Site icon আলাপী মন

নষ্ট সুখ

নষ্ট সুখ
-মহুয়া সমাদ্দার

ব‍্যস্ত দুপুর , নষ্ট সুখের নরম রোদে
আকাশ ভাঙ্গা বৃষ্টি আসে
অসহায় চাঁদ মুচকি হাসে
তোমার ছবি, হৃদয় ভাসে, নীরব বোধে ।

যাক না ভেসে , ভাসুক হাওয়ায়
যাই না ভুলে , নীরব চাওয়ায় ।

তবুও আমায় বলবে নাকি
ঝগড়া কিছু আছে বাকি ?

রাখবে মাথা বন্ধু বিহীন
উপচে পড়া সুখ নদীটা
প্রেম থেকে মন, আজও দীন ?
দূর করে দাও ওই “যদিটা” ।

আবার মিশি , যাব‌ই মিশে
ভালোবাসা দেবে পিষে

সুখের আকর মনের ঘরে
বৃষ্টি যখন ঝাঁপিয়ে পড়ে !

খোলা চুলের ভাঁজে ভাঁজে
মন কি লাগে কোনো কাজে ?

ব‍্যস্ত সকাল , নষ্ট সুখের নরম রোদে
কষ্ট দিয়েই ভালোবাসার দিনটা শোধে !

Exit mobile version