
যখন ফিরে দেখি
যখন ফিরে দেখি
-সোনালী কর্মকার
নিঃশব্দে মনের গোপনে
ফিরে তাকিয়েছি যখন
অতীতের ফেলে আসা স্মৃতিগুলো
যেন অক্টোপাসের মত ঘিরে ধরে তখন।
ব্যর্থতা এসেছে,তবুও মানিনি
দগ্ধ করেছি সেই ইতিহাস
মনের কোণে ধুলোর মত
জমা হয়েছিল একরাশ
তবুও স্মৃতিরা এখন অসহায়
ফিরে আসতে চাইলেও
আর যে নেই উপায়
যে সময় চলে যায় একবার
সে সময় তো ফিরে আসে না আর
ইতিহাস থেকে পেয়েছি শিক্ষা
পেয়েছি সফলতা
ভুলেছি যত দুঃখ-বিষাদ
যা ছিল বিফলতা।


2 Comments
Anonymous
অনবদ্য
Rana chatterjee
দারুন মন কথন💐👌