ধ্বংসের মুখোমুখি

ধ্বংসের মুখোমুখি
-শংকর হালদার

 

 

কান পেতে শুনি ছন্নছাড়ার আর্তনাদ
নিঃশ্বাসে বারুদ গন্ধ
পিপাসার নীর কীটের খেলা ঘর
সমাজ ও ওতপ্রেতে আছে
হায়নার মতো থাবা বসাতে ,
মননের আকাশে আবছায়া স্বপ্ন
সদ্যজাত শিশুর অকাল ভবিষ্যৎ
মুখের হাসিও ম্লান…
সবুজ বুকে মনুষ্য অস্তিত্ব
আজ বিপন্ন…
প্রাণ নিয়ে টানাপোড়েন
‘এ’ বলে আমার দ্যাখ ‘ও’ বলে আমার …
খিদের অন্নটুকু পাথরে ভরা
মাথা গোঁজার ঠাঁই টুকু পাবে কি…
মাথা গুঁজে থাকতে ,
বিপন্ন পৃথিবীর বুকে মরু যেন
খিলখিল করে হাসে …

Loading

Leave A Comment