Site icon আলাপী মন

প্রলয়

প্রলয়
-প্রীতি মান

 

 

ওগো সুন্দরী, অপরূপা নারী
পরমা প্রকৃতি বসুন্ধরা,
নিজ রূপে – গুনে মুগ্ধ করেছো
নিজেকে সঁপেছো জগৎ – সেবায় —
তবে আজ একি রূপ তোমার !
আজ তুমি উন্মাদিনী, তুমি ভয়ংকরী,
অদ্ভুত তোমার নৃত্যলীলা,
আজ তোমার শান্ত বাতাসে অশান্তের ধ্বনি ।
রুগ্ন তোমার দেহে তুলেছো প্রলয়,
মহাপ্রলয় —
একি উথাল – পাথাল, ওরে
স্বর্গ – মর্ত্য – পাতাল ।
তুমি থামো, মাগো থামো
চারিদিক ছাড়খার শেষে
ফিরে এসো নিজ রূপে – গুণে মাগো
স্নিগ্ধ আনন্দধারায় ।
নিত্য – নতুন ছন্দে তোমার বাজুক জয়ধ্বনি,
মহাকালের চক্রে আজ উঠুক বিজয়বাণী ॥

Exit mobile version