নির্জনে একা…!
-সত্য দেব পতি
বিশ্বাসের আলোকময় সকালে
তাজা নিঃশ্বাস নেওয়ার অঙ্গীকার,
রাতের বৈভবে ফেলে আসা স্বপ্ন-
মনের দর্পনে আবছা প্রতিচ্ছবি।
তোমার মূখে ম্রিয়মান হাসি
আমার অপেক্ষার প্রহর,
ব্যাকুল করা অব্যক্ত কথা রাশি
আমাকে ভাবায় রাতভর।
তোমার মুখচন্দ্রিমায় গভীর সূখময় নিবিড়তা,
আমার খোলা আকাশের গায়ে টুকরো মেঘ-
বিশ্বাসের জানলায় তবু কেন বাতাসের নীরবতা,
তোমার বিরহী মনে বাড়ছে ঝড়ের বেগ।
রাতে চাঁদের আলোয় কালকে ছিল নিদাঘ!
তবে সকালের রবি ঝলমলে আলোরেখা,
লাগামহীন মন ছুটে চলে যেন ভৈরবী রাগ-
সবাকার সাথে বসে আছি তবু,
আমি নির্জনে একা।