Site icon আলাপী মন

জগৎ খেলা

জগৎ খেলা
-তোফায়েল আহমেদ

 

 

মানুষ চায় তার সুন্দর নর -নারী, বাড়ি
গাড়ি ধন সম্পত্তির আয়োজন,
আশার বিমুখতায় ভবিষ্যৎ ডেকে বলে
মিটাবো তোমার সব প্রয়োজন।

 

মন চায় তার মনের মত মানুষের মিলন
সন্ধানে জীবনের হয় ক্ষয়,
মনের মানুষ মন বুঝেনা অমিলের জন্য
আসেনা মনের আসল জয়।

 

জীবন খোঁজে জীবনানন্দ ভব প্রত্যয়ে
সুখ অধরা রয়েছে পলাতক,
মনানন্দ ঘুরে বেড়ায় জগতের বহু পুরে
নিয়ে তার চলমান জ্বালাতক।

 

জীবন চায় তার সত্যায়িত ভালোবাসা
প্রকৃতির আপন স্বভাব প্রেমে,
ভালোবাসা উদয়ে সোহাগ বাড়ায়,অস্তে
অন্তর পোড়ায় স্মরণের ফ্রেমে।

 

যৌবন শরীরের শিকার অমৃত রসায়নে
আরবার তার চলে ক্ষয়,
সৃষ্টির উল্লাসে আদমের চাষাবাদ চলে
মনুষত্বের নাহি আসে জয়।

 

চাতক -চাতকীর মরু সমান পিপাসা
তৃষিত বারির সুধা অভাব সুরে,
মেঘেরা খেলা করে ঘুরে দূর আকাশে
নদীর আসা যাওয়া সাগরপুরে।

 

পাখির দুঃখ, ঝড় বৃষ্টি, ঘর বাড়ি নেই
ডালে ডালে থাকে কষ্ট করে,
ক্ষুধার জ্বালায় আহারে মাঠে গেলেই
ডানা ভেঙ্গে মানুষে ধরে মারে।

 

অথচ এই পাখির কলকাকলীতে সন্ধ্যা
আসে সৃষ্টিকে নিশিতে ঘুমাতে,
শর্বরীর বিদায়ে জাগিয়ে দেয় প্রাণীদের
কন্ঠ সুরের কর্মের রাঙা প্রভাতে।

 

মখলুকাতের চাষাবাদ কর্তা করেন
ভব রহস্যের মাটির কোলে,
জীবন পেয়ে মোহ ইচ্ছায় করে পাপ
রুপান্তরের অংক ভুলে।

 

গরীবরা খেটে মরে কেষ্ঠের ঘর্মাক্তে
ক্ষুধার ক্লান্ত জ্বালা মেটাতে,
ধনীরা গরীব খাটায় অর্থ যশ বাড়াতে
বিলাসের পরশে থাকতে।

 

এই পৃথিবীর কোলে প্রাণ আসে যায়
ক্ষণিকের খেলা খেলতে,
আরো কত গোপন আপনায় অজানা
তবু চাহেনা কেহ মরতে।

 

জগৎ খেলাঘরে খেলছে খেলা বিবিধ
বুঝা বড় দায়, আশা -নিরাশায়,
কে কে যাবি আয় তোরা পারাপারের
সত্য জ্ঞানের আলোকিত নৌকায়।

Exit mobile version