অণু কবিতা পাপ February 5, 2019 / পাপ-বিভূতি ভূষন বিশ্বাস পাপের কথা বলিলেই মনে হয়,চরিত্রের অপচয়।প্রাকৃত ভৌতিকবাদই হলো,পাপের পরিচয়। যেমন ম্যালেরিয়ার পরিচয়, মারাত্বক জ্বর।প্রকৃতির কবলিত ভোগবিলাসে,পাপিষ্ঠ সব নর।পুণ্য,রাজ সিংহাসনে বসলে,পাপ হয় তার চর।
One Comment
Anonymous
খুবই সুন্দর একটা কবিতা