Site icon আলাপী মন

ফিরে এসো সুচেতনা (৪)

ফিরে এসো সুচেতনা (৪)
-শিবশঙ্কর মণ্ডল

 

 

ঔদ্ধত্যের মৃত্যু অঙ্গার দহনের ছন্দে
নক্ষত্র আলোয় হয়তো জাগ্রত কেউ।
সমুদ্র মথিয়া অতীত শবের গন্ধে
রুগ্নপ্রায় শতাব্দী বক্ষে রক্তের ঢেউ।

 

ছিঁড়ে গেছে আজ প্রেমের গ্রন্থিবন্ধন
মৃত স্বপ্নে দগ্ধ অনুকৃত ভালোবাসা।
বৃদ্ধাশ্রমে জননীর অস্থিরা ক্রন্দন
চিতায় বিলীন মানব মুক্তির আশা।

 

বিপন্ন এই সমাজে কর্কট অকস্মাৎ
অনুক্ষণ আর্তকে ঠেলে দেয় বিপথে।
পঙ্গু রাজনীতি যুক্তিতে হেনে আঘাত
আয়েশী মন ভেজায় সমুদ্র সৈকতে।

 

নি:সহায় শিশুর চক্ষে আনে জল
ক্ষত বিক্ষত জীবনে রক্ত ইতিহাস।
জরায়ুর ডিম্বে ভ্রূণ নষ্টের কোলাহল
অভুক্ত চিরদিনই আইনের ক্রীতদাস।

 

কাকের ছানার মতো হেমন্তের রাত্রি
কে মেটাবে মৃত্তিকা মা’র বুকের তৃষ্ণা?
অন্ধকার দ্বীপের ক্ষণিক মুক্তির যাত্রী
সোনালী আলোয় ফিরে এসো সুচেতনা।

 

নিশি ভেঙে গৈরিক শান্তির অনুভব
দাম্ভিক রুধিরে জাগাতে হবে বেদনা।
পাণ্ডুলিপির অগ্নিতে ঝল্‌সাক্‌ শব
চিতার আলোয় ফিরে এসো সুচেতনা।

Exit mobile version