কবিতা

একটি মায়ের কাহিনী

একটি মায়ের কাহিনী
-শচীদুলাল পাল

 

 

অন্তঃস্বত্তা মা কত স্বপ্ন কত বাসনা।
সন্তানের আগমনে পূর্ণতার কামনা।
শারীরিক সমস্যা শেষে হবে ভালো।
মা ডাকে সব ভুলে দেখব আলো।
সুস্থ অবস্থায় পৌঁছে গেলাম হাসপাতালের বিছানায়।
খুশী টেষ্ট নার্স সবুজ গাউন মুখঢাকা লোকজন
অবশ শরীরে শুনি স্পষ্ট শিশুর ক্রন্দন।
আজ আমি স্থবির বুকে অসহ্য যন্ত্রণা।
আমি যে শুনেছি সদ্যজাতের কান্না।
সন্তানকে তোরা করেছিস বিক্রি মুখোশধারীর দল।
বুকফাটা হাহাকার শূন্যতার স্রষ্টা তোরা দালালের শিকল।
ধবধবে সাদা হাসপাতালের বিছানায়।
শুধু জন্ম নয় সন্তান বিক্রিও হয়ে যায়।
দাও ফেরত ফিরিয়ে দাও সন্তান আমার।
ওরে ফিরে আয় মা বলে ডাক একবার।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page