Site icon আলাপী মন

ঘোষণা

ঘোষণা
-সুদীপ ভট্টাচার্য্য

 

 

শিকারীর বুকে শেষ আঘাতে জাগা,,
তারপর একে একে যুদ্ধেরা সামিল।
লড়াইয়ের মাঝে আমি তুমি সকলেই শিকারী …..

জেগেছিলো ওরা ডান আর বাম বুকে ;
নিঃশ্বাসের খোঁজে, প্রেমিকার সাজে।
তবুও বিব্রত চোখে,
তাকিয়ে শৃগালের মুখোমুখি।
আমি মরি, সে’ও মরে ভয়ে।

পিছনে দাবানল, কলম চালিয়ে জ্যোৎস্নায় স্নান সেরে ফিরেছেন কবি, ডাক দিয়ে ভোর!
নীল আকাশ দেখাতে চায়, ঘোষণা জানাতে চাই তখন কোনো পরিক্ষিত প্রেমিক, সোনার ক্ষেতের পাশে।

হাজারো জলছবি হাবুডুবু তখন চোখের কিনারে, কেউ আজ- কেউ কাল- কেউ পরশু;
ঘোষণা জানিয়ে যায় এভাবেই..।

Exit mobile version