Site icon আলাপী মন

চলো যুদ্ধ করি

চলো যুদ্ধ করি

-কাজল দাস 

 

 

চলো যুদ্ধ করি, চলো যুদ্ধ করি
এভাবে বাঁচার চেয়ে এসো ভাই অস্ত্র ধরি
যত সব রুদ্ধ আকাশ মুঠোতে বন্দি করে
নিজেদের রক্ত রঙে সে আকাশ রাঙিয়ে তুলি
এভাবে মরার চেয়ে এসো ভাই অস্ত্র তুলি। 

 

চল’না যুদ্ধ করি চল’না যুদ্ধ করি
এভাবে চলার চেয়ে এসো ভাই হাতটা ধরি
দেয়ালে পিঠ ঠেকে যাক, শিরদাঁড়া শক্ত করে
নিজেদের পাঁজর জ্বেলে রাস্তা চওড়া করি
এভাবে থাকার চেয়ে এসো ভাই অস্ত্র ধরি।

 

চল’গো যুদ্ধ করি চল’গো যুদ্ধ করি
এভাবে দেখার চেয়ে দু’চোখে মশাল ধরি
আগুনে হাত পুড়ে যাক, তর্জনী উচ্চ করে
আমাদের স্বপ্নটাকে বুকেতে আগলে ধরি
এভাবে ভাঙার চেয়ে এসো ভাই জীবন গড়ি।

 

Exit mobile version