Site icon আলাপী মন

গল্পের কাব্য

গল্পের কাব্য
-অমিতাভ সরকার

 

 

ইচ্ছে ছিল গল্পটা শেষ করে ফেলি।
হলদি নদীর পারে কেদারা ছিল ফাঁকা,
নিয়ম মতন ফাঁকা ছিল।
জাহাজটা ধীরে ধীরে প্রকট হল।

 

তুমি বলেছিলে গল্পটা শেষ হবে না?
আমি থাকবো না ,আমার কথা না শুনলে
তুমি গল্প লিখবে কি করে?
আমি না হাসলে তুমি হাসবে কি করে?

 

আমি কেঁদেছিলাম বলে তুমি আমাকে নিয়ে
সেই কান্নার কথা গেঁথে ছিলে।
মানিকজোড় দু’টোকে দেখেছিল বলে,
তুমি আমাকে উষ্ণ চুমুটা দিতে পেরেছিলে।

 

আমি পারিনি যেতে তোমাকে ছেড়ে,
আমি চলে গেলে তোমার গল্প হবে না শেষ।
সাদা সবুজ মাখা মগ ডালে বসে থাকা:–
কর্কশ শব্দ করা বক দুটোকে দেখতে থাকবে।

 

আকাশে আঁধার নেমে এলো গোধূলি বেলা,
ঘরে ঘরে সাঁঝ বাতি জ্বলে উঠেছে। পারলাম না,
যেতে পারিনি । চাইছি তোমার গল্পের শেষ লাইনে তোমার দেয়া চুম্বনের শেষ স্বাদটুকু।

 

আমি বিদেশে চলে গেলেও ফিরে আসবো,
এই কলকাতার বইমেলায় স্টলে স্টলে ভিড় ঠেলে
খুঁজতে থাকবো, তোমার লেখা কাব্যগ্রন্থ,
পাতার গন্ধে থাকবে চুম্বনের এর শেষ মাধুর্য।

Exit mobile version