বসন্ত
-সানজিদা শোভা
তোমকে ছুঁইবে বলে বসন্ত ছুঁয়েছে মন,
শীতকে বিদায় জানিয়ে, জানায় বসন্ত উষ্ণ আহ্বান।
রঙে রঙে মিলে মিশে ফুলেদের মৌ মৌ গান…
বসন্তে এসে গেছে ককিল করিবে কলতান।
নদীর পাড়ে বসেছে প্রেমিক প্রেমিকার হাট..
ফুলের দোকানে ফুলের সমারহ, গায় বসন্তের গান।
প্রিয় তোমায় জানাই আহ্বান..
চলো মিলে মিশে গাই প্রেমেরও গান,
বিরহ মিলনো সুখে রহিবো মিলিয়ে গলেতে বাঁধিয়া গান।
বসন্তের উৎসবে মাতিবো রঙে রঙে,
ফুলের ঢলে বাঁধিবো খোঁপা,
হৃদয়ও বাধিবো হৃদয়ও তারে।
শাড়ীর আঁচলে প্রেমের গল্প বুনিবো বসন্তের ফুলে ফুলে,
তোমার চরণ ছুইবো আমার নতুন দিনের শুরুতে।
তুমি প্রেমও ভুবন আমার তোমারে ছুঁয়ে যাক আমার সকল বসন্তের সুখ…
অনবদ্য উপস্থাপন