আংটি

আংটি
-সোহিনী সামন্ত

 


কল্কা কাটা আংটির অবসাদ লুকিয়ে থাকে অনামিকার অহংকারে…

প্রেমের বন্ধনের চিহ্নরুপে থেকে গেছে আংটি দুই হৃদয়ের মাঝামাঝি…

বিবাদী মেঘ জুড়ে এসে গ্রাস করে সুখের সংসারে,

ত্রিকোণী ভালবাসা সর্পফণা তুলে নেচে বেড়ায় ব্যর্থ আলিঙ্গনে।

রহস্যময়তা বেড়ে ওঠে নিশুতির ধারে কাছে, কালসর্পের ছোঁয়ায়

আংটি ময়লার স্তূপে থেকে যায় নির্মম নিঃশব্দতায়…

অবহেলায় হীরের গায়ে কালো কালশিটে পড়ে, নির্মম প্রেমের অবসন্নতায়।

দিনের পর দিন যায়…এক রাতের দুর্বলতায় আংটি আবার মনের

মাধুরীতে ফিরে আসে…দুই আঙ্গুলের খেলাখেলি অবস্থায়।।

Loading

One thought on “আংটি

Leave A Comment