Site icon আলাপী মন

গল্প হলেও সত্যি

গল্প হলেও সত্যি
-শংকর হালদার

 

 

গঙ্গা যমুনা একক বসনের দ্বৈত পাড়
বৈরাগী কচু পাতার নিঃসঙ্গ জীবন,
তটিনীর শান্ত প্রবাহে বিক্ষিপ্ত প্রতিফলন
এসব ধরনীর ওঠা পড়া হাঁড়ির খবর
গল্প হলেও সত্যি ।

 

শরৎ প্রভাতে তৃণের সয়ম্বর
রবির কিরনে মুক্তোর মালা
অঞ্জলি পায়ে পায়ে,
বিধাতা পুরুষের সৃজন ব্যঞ্জনা দেখে
আজও খর্ব হয় লোমকূপ।

যোগীর সাধনার ধন গচ্ছিত রতি
রসলা নারী প্রকৃতির সঙ্গ পেয়ে
নির্গত হয় মাথা ফুঁড়ে,
শ্বাস নেয় শবের মতো নিঃসাড় আগ্নেয়গিরি
খেয়ালিপনার গল্প হলেও সত্যি।

 

সবুজের বারান্দা বৃষ্টি বোনে
হারানো যৌবন প্রাপ্তির প্রত্যয়
রামধনুর সাতকথার বাজারে
এখন লেগেছে বাদলা
গর্ভবতী ধরিত্রী
কবিতা রূপকথার রং মাখলেও
সত্যি এসব।

 

বরফের মরণ কান্না…অন্তর্ঘাতী Co2
অকাল নিয়তি হানা দেয় শিয়রে
মুক্তির আলো ঘন ধোঁয়াশা
গল্প হলেও সত্যি।

বাঁচা বাড়া আজ বিপদ সঙ্কুল
বিষাক্ত শাসন বারবার শাসায়
হংস স্বামী রবি কাজীর বাণী ঘন তমসা
কেঁদে বেড়ায় পথের ধূলিকনা
গল্প হলেও সত্যি এসব
এক্কেবারে সত্যি।

Exit mobile version