দিশাহীন খেয়াপাল
-পারমিতা ভট্টাচার্য
যদি কখনও বৃষ্টি এসে নামে তোমার হৃদয়ে
ডুবিয়ে দেয় সমস্ত উদ্বেলিত চেতনা….
যৌবনের আনচে-কানাচে উঁকি দেয়
যদি কোনো ছদ্মবেশী আলোর ঠিকানা,
তবে কি আমি সংজ্ঞাহত হবো?
আমি দিশাহীন খেয়াপাল….
আত্মস্থ করি তোমার রক্তশিরার বোধগম্য নীতি,
সুখান্বেষী অনভ্যস্ত এ প্রাণ….
মাটির গভীরে শিকড় বিছিয়ে যায় নিঃশব্দে।
তবে কি আমি কার্তিকের নবান্নে আর
নতুন ফসলের আবেগকে
ধরে রাখতে পারবো না?
হবে না কি দিশাহীন বৃক্ষের সাথে
লজ্জা-সংকুচিত কমল লতার
অবগুন্ঠনময় মিলন?
যদি কখনও বৃষ্টি নামে তোমার তরুণ হৃদয়ে
তখন কিন্তু তুমি মনে রেখো
এই আবেগ ঘন বৃষ্টি নারীর
আদিম হৃদয়ের ব্যথার কথা॥
খুব ভালো লাগলো
অপূর্ব
সুন্দর প্রকাশে একরাশ মুগ্ধতা