কবিতা

আর্তনাদ

আর্তনাদ
-সত্য দেব পতি

 

 

বাস্তবের কঠিন কসাঘাতে বিদীর্ণ হিয়া …
ভৌগলিক অবস্থান মাপে প্রেমের দৈর্ঘ্য,
ক্ষতবিক্ষত জীর্ণ মনে শুধুমাত্র গোধূলির অস্তরাগ।

তোমার মুখচন্দ্রিমায় গভীর সূখময় নিবিড়তা,
তাইতো আজকে আবারো লিখতে হবে –
ভালোবাসার সুদূর প্রসারিত প্রেমের পরিভাষা ;
সোহাগ পরশে পান করতে চায় অমৃত ।

বিলাসী মনের সৌন্দর্য্যতায় ভালোবাসা রঙিন;
মনের আকাশে নীল চাঁদের জোছনা –
বিশ্বাসের বাগানে ফুলের মোতাতে অলির সমাগম,
তবুও কোনো অজানা তথ্য কাঁটা হয় পথে,
ব্যাকুল করা অব্যক্ত কথা রাশি দহন জ্বালা
দেয় নীল রক্ত প্রবাহিত অলিন্দে!
শর্ত হীন বাস্তবের অলিখিত চুক্তি মনের দর্পনে “
সেই শর্তগুলো মানসিক যন্ত্রণার আগুনে পোড়ে;
একমুঠো সাদা ছাই হয়ে যায় চেতনার চিতায়।

আমি অবাক নয়নে দেখেছি অসহায় প্রেমের ক্লান্তিময় রূপ,
কর্ণকুহরে প্রতিধ্বনি পেয়েছি তার সকরুণ অসহায় আর্তনাদ রক্তাক্ত হয়েছে হৃদয়!
বিশ্বাসের দড়িতে টান পড়েছে শতবার-
তবুও এগিয়ে চলেছি আপন গতিতে জমাটি
আধাঁর পেরিয়ে আলোর ঠিকানায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page