একটা গোলাপ দিও
-সোনালী কর্মকার
জানি তোমাকে কাছে পাওয়ার নেই অধিকার
তবুও তোমায় পেতে চাই, মনের মাঝে বারংবার।
ভালোবাসা নাই বা দিলে, দিও শুধু ক্ষণিকের দেখা
ঐটুকুই না হয় থেকে যাবে স্মৃতি, ঐটুকুই থাক লেখা।
মনের জানালায় মেঘ যে বড়ো, কেমন ঝাপসা লাগে
তবুও তোমার মাঝে হারিয়ে যেতে, আজ ভালো লাগে।
জানি তুমি হাজার চোখের মাঝে একটি তারা
অত সহজে কি আর আমার কথায় দেবে সাড়া?
তবুও আমি বলতে চাই, বন্ধুরূপেই কাছে চাই
জানি বন্ধুত্বের নেই সীমানা।
তোমার মাঝে হারিয়ে যাবো, হারিয়ে আবার ফিরে পাবো
এটাই হোক সেই ঠিকানা।
তোমার বাগান থেকে না হয় দিও, একটি গোলাপ
ভেবে নিও না হয় ক্ষণিকের তরে, বকেছি কোনো প্রলাপ।
তবুও পেয়েছি যেটুকু সঙ্গ, থাক স্মৃতির পাতা জুড়ে
ফাগুনরাঙা আগুনের লালে ভালোবাসা থাকুক প্রাণভরে।