Site icon আলাপী মন

রোষের কারণ

রোষের কারণ
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

কবিতা লিখতে বসে আমার হয়েছে যতো জ্বালা
কথারা কুকুরছানা –হৃদয়ে দংশনবাসনা
অবিরাম ঘেউ ঘেউ, সকলের কান ঝালাপালা।
রোষে ফোঁসে নার্সিং পড়ুয়া যার হস্টেল ঠিকানা।

 

আমার কবিতায় তাই মিল নাই শুধুই বিদ্রোহ
ছন্দ মেলাতে গিয়ে অনর্থক বেড়ে যায় দেনা
জুতসই শব্দের খোঁজে তোলপাড় আখর সমুদ্র
দিশা নাই ঠকে যাই,একরত্তিও মেলেনা ব্যঞ্জনা।

 

কবিতা লিখতে বসে আমার হয়েছে এই জ্বালা
জোচ্চোর যোগানদার হাতে তার দুনম্বরি খাতা
সেখানেও দাঁত বসায় ষোলো টি কুকুরের পোলা
রুষ্ট সম্পাদক ; মুখে তাঁর গালি আসে যা তা।

 

শব্দরা যেন তাই লা-ওয়ারিশ কুকুরের ছানা
রুষ্ট কবি গৃহিণীও–কবিতা লিখতে তাঁর মানা।

Exit mobile version