প্রতি অনুভূতি
-অমল দাস
প্রতি নিঃশ্বাসে ধরণী বিমুখ হওয়া,
প্রতি প্রশ্বাসে প্রাণতরী ফিরে পাওয়া।
প্রতি পলকে ব্যক্ত অবর্ণিত ভাষা,
প্রতি স্বপ্নে অনাবিল সুখের বাসা ।
প্রতি আশায় নিরাশা জুড়ে থাকে,
প্রতি স্মৃতি একত্রে ছবি আঁকে।
প্রতি চেতনায় চিন্তারা বসে থাকে ,
প্রতি বেদনা সলিল সমাধি লুকিয়ে রাখে ।
প্রতি বিশ্বাসে ঘাতক ঘিরে থাকে,
প্রতি চাহিদা অপ্রাপ্তি শোক মাখে।
প্রতি আবেগ হৃদয় দুর্বল করে ,
প্রতি আঘাত ক্ষত চিহ্ন তুলে ধরে।
প্রতি প্রেমে বিরহ উপমা থাকে,
প্রতি ঘটনা দুর্ঘটনা সাথে রাখে।
প্রতি ভক্তি আস্থার মালা গাঁথে,
প্রতি কান্না নিশাচর করে রাতে।