বিচার
-শুভঙ্কর অধিকারী
ভোটের দামামা বাজলো বুঝি
নেমে পরো সব মাঠে
মুখোশ সেঁটে কাদা ছোড়াছুড়ি
শুরু হোক ঘাটে ঘাটে!
চোর নিয়ে সব মাতামাতি করে
করেন না টাকার খোঁজ
ভোট টা দিয়ে ভোটের দিনে
খেয়ে যান ভুরি ভোজ!
কখনো সারদা কখনো নারদা
দেশ হলো তোলপাড়
রং পাল্টে গিরগিটি গুলো
পেয়ে গেল সব ছাড়!!
জমানো সঞ্চয় ভাগা ভাগি করে
সকলে নিল যে লুটি
রাঘব বোয়াল গভীর তলেতে
কেবল বর্শি গেঁথেছে পুঁটি!
কোটি কোটি টাকা চুরি হয়ে যায়
আসে না তবু যে ভোর
কানামাছি খেলে সি বি আই দল
সাধু সাজে সব চোর!
আইন যেখানে আইনি কেতাবেই
গুমরে গুমরে মরে
চোর সেখানে নামাবলী গায়ে
নিত্য কীর্তন করে!
ফেলুদা ব্যোমকেশ হার মানল
ধরতে চোরের টিকি
ছেঁড়া জালে আনাগোনা করে
মেরে যায় চোর উঁকি!
আমজনতা মহা মূর্খের দল
সকলে পরায় টুপি
বাদুড়ের ঠোঁটে রক্তের স্বাদ
খেয়ে যায় চুপি চুপি!
তোমায় চুষেছে আবারও চুষবে
হবে কঙ্কাল-সার
আমরা হলাম নেতাদের ফুটবল
পাব নাকো নিস্তার!
টাকার হদিশ কেউ পাবে না
সর্ষের ভিতর ভূত
চাতক তুমি দিন গুনে যাও
ঘোলা জলে বুদবুদ!!
তবুও আশা মনে সকল চাষার
হবে বিচার সকল পাপ
সুনামি কিংবা কালবৈশাখী ঝড়ে
ধুয়ে মুছে হবে সাফ!!