Site icon আলাপী মন

হে বীর সন্ন্যাসী, আবার এসো

হে বীর সন্ন্যাসী, আবার এসো

-অনোজ ব্যানার্জী



হে বীর সন্ন্যাসী আবার এসো আমাদের ঘরে ঘরে।
জ্বেলে দাও প্রদীপ্ত আলো সকলের মনের মন্দিরে।

আনন্দ নদী বহে যদি বিবেকের প্রান্তরে,
পালায় কুমতি, আসে সুমতি হৃদয় অভ্যন্তরে।
‎এই দুর্দিনে কে আনে মনে তোমার অমৃত বাণী?
‎মানুষের রূপে তুমি এসেছিলে তোমাকে দেবতা মানি।।

“‘ ‎মূর্খ ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই,ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই।চণ্ডাল ভারতবাসী আমার ভাই।

মুসলমান ভারতবাসী আমার ভাই।খ্রিষ্টান ভারতবাসী আমার ভাই।””
‎কেউ তো দরদভরা কণ্ঠে,বলেনা এমন কথা এখন আর!”
‎কেউতো ব্যাকুল হয়ে প্রার্থনা করেনা এখন আর, “হে ঈশ্বর, হে জগদম্বে তুমি আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও।

“আমার দুর্বলতা দূর করো আমার ভীরুতা দূর করো।
‎আমাকে সাহস দাও, আমাকে মনুষ্যত্ব দাও।”’

‎হিন্দুধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম করেছো প্রমাণ তুমি, শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে।

ভারতভূমি, ভারতবাসীর মুখ করেছো উজ্জ্বল।

আজ আমরা ‎তো স্বার্থপর বুঝি নিজের কাজ।
‎চাই শুধু ধনমান অর্থ,যশ,প্রতিপত্তি, সমৃদ্ধি, সম্পদ বৈভব।

চাই সর্বদা,রূপ,যৌবনবৃদ্ধি। চাই জয়,ভোগবিলাস, অট্টালিকা,গাড়ী,
‎চাই দামীদামী বিলাসসামগ্রী, স্বর্গের অপ্সরী।
‎হে স্বার্থত্যাগী, বীরসন্ন্যাসী বিবেকানন্দ,
‎তুমি এসো ফিরে আবার,এই বিশ্বে।

আনন্দ আসুক ফিরে,ক্ষতবিক্ষত বিষন্ন সমাজে।
‎ধরণী আবার সাজুক, নতুন,মনোরম সাজে।
‎হে জ্যোর্তিময়,পাপেভরা, সমাজের কালো, জমাটবদ্ধ অন্ধকারে,তুমি জ্বেলে দাও আলো।
‎সুখশান্তি, মানবতা,চেতনা,বিবেক,ভালোবাসা,
‎সৌম্যদীপ্ত আলোয় ধুয়ে যাক, সকল হতাশা।

Exit mobile version