
আলাপ সংলাপ…
আলাপ সংলাপ…
-কৃষ্ণ বর্মন
আলাদা করে কোনো আলাপকেই আজ আর মনে পড়ে না।
শুধুমাত্র নিজের সংলাপকে প্রতিষ্ঠিত করতে গিয়ে
সামনের মানুষটির কথা শোনার সময় হয়ে ওঠে না।
সংলাপে সংলাপে শুভেচ্ছার পুষ্প স্তবক সাজাতে গিয়ে
শোকের মালা গাঁথা হয় শব্দের সাথে শব্দ জুড়ে।
ঔদ্ধত্য আর অহঙ্কারে ম্লান হয়ে যায়
বিপরীত কিংবা পার্শ্ববর্তী মৃদু কন্ঠস্বরগুলি।
অনুভব,আবেগ আর চেতনার লাশ
মৌনতার চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়ে
অবহেলা আর উপেক্ষার বেদনা
এড়িয়ে যাওয়ার জন্য।
অথচ এক সময় আলাপ জমত।
আলাপী সময় আপ্যায়নে ব্যস্ত থাকত
আলাপী আপনজন কিংবা অপরিচিত জনকে।
সংলাপে সংলাপে আলাপের আন্তরিকতায়
প্রলাপও বিলাপের প্রলেপ ভুলে
আলাপের অভয় বানীতে আশ্বস্ত হত;
বিশ্বাস করত আলাপী আরোগ্যের বৈধতাকে।
এখন আলাপে আগ্রহী নয় কেউই।
আলাপকে এখন সন্দেহ।
আলাপকে এখন ভয়।
আবার যদি আলাপ জমে ওঠে,
স্বৈরাচারী সংলাপের পরাজয়।

