Site icon আলাপী মন

ক্ষুধার্ত

ক্ষুধার্ত
-শরদিন্দু মন্ডল

 

 

রেল লাইনের উপর রয়েছে পড়ে
আধখাওয়া একটি রুটি,
স্বযত্নে খাচ্ছে ওটি
বস্তির ওই ছেলে দুটি।

ক্ষুধার্ত চোখে, স্নেহের সাথে
তবু রেখে দিলো একটুকরো
স্বযত্নে পকেটে ভরে,
বাড়িতে রয়েছে একা
স্নেহাতুর ছোট বোন ওরে
তারও রয়েছে খিদের জ্বালা,
যতটুকু পারে দেয় তাকে
ক্ষুধার্ত ওই পেট ভরে।

সারাদিন চেয়ে থাকে
করুণ লোলুপ দৃষ্টিতে
স্টেশনের ওই দোকানে
খেতে ব্যাস্ত লোকগুলির পাতে।
যদি……পারে তাদের দৃষ্টি ছুঁতে।

রয়েছে কত রাজা মহারাজা
রয়েছে তাদের চিকন পোশাক,
কোনো অনুষ্ঠান ছারে না তারা
বাজায় সানাই বাজায় ঢাক,
কোনো এক কোনে পায়না জায়গা
এই সমস্ত তীর্থের কাক।

Exit mobile version