নতুন প্রেমের গল্প
-চিন্ময় মহান্তী
ওইখানেতে ছাতিম তলে দুপুর কাটতো ছায়ে
মাঝিরে তোর ভাটিয়ালী জাগতো নদীর নায়ে।
চুপিসারে বসতি সখী এসে আমার বাঁয়ে
স্বপ্নগুলো ইথারেতে ভাসতো ঢেউয়ে ঢেউয়ে।
বল না সেদিন ফিরবে কবে? কোন সে নতুন ভোরে
ভুঁইচাঁপাটি উঠবে ফুটে নিকানো উঠান দোরে?
গুনগুনিয়ে গাইবে অলি নতুন গানের কলি
বলবে কোকিল কুহুতানে প্রেমের গল্প বলি।
পড়বে কবে পদচিহ্ন এই এখানে বাটে
জলকে কবে যাবি সখী পদ্মদীঘির ঘাটে?
অলস প্রহর কাটেনা আর সময় ঘড়ির তালে
বসন্ততো এসে গেল পলাশ ডালে ডালে।
সেদিনের সেই ঘর সাজানো সত্যি হবে কবে
পুতুল খেলার দিনগুলো কি এখনো তেমন রবে?
আজকে আমার নতুন ঘরে পুতুল বিয়ে নয়
সানাইয়ের সুর যেন রাত্রি জেগে রয়।
স্বপ্নমালা নতুন করে গাঁথবি পারিজাতে
কাঁকন জোড়া বাজবে তখন নিপুণ দু’টি হাতে।
আমার ঘরে আঁধার ভেঙে উঠবে আলোর চাঁদ
খুশি আর কলরোলে ভাঙবে বিষাদ বাঁধ।
নদীর বুকে ভাটিয়ালী ভাসবে সফেন ঢেউয়ে
নতুন কোনো প্রেমের গল্প লিখবো নাউয়ের ছাউয়ে।