কবিতা

এ কেমন তুমি

এ কেমন তুমি
-পলি ঘোষ

 

 

এ কেমন তুমি চোখের তারার আলোয় উদ্ভাসিত আমার প্রিয় তোমায় পাবো অমর হয়ে ।

আমার সকল ভাষা হারিয়ে ফেলেছি তোমাকে আমার জীবনেই বেঁধেছি আপন মনের দিগন্তে।

আজ শুধুই কল্পনা জুড়ে তোমার বসবাস আমার মনের কাননে রাখবো হাজার নক্ষত্রের পানে।

আমার প্রেমের মিষ্টি মধুর স্মৃতিগুলো পৌঁছে দেবে আমার প্রিয় কবিতার অনুবাদ করে সম্মানিত ঐতিহ্য অনুযায়ী অনুদান প্রদানের উদ্দেশ্যে।

আমার প্রেমের কাব্য গিয়ে পড়বে সহস্র জ্ঞানী গুণী মানুষগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য।

আমার ভালবাসা বুঝবে সেদিন থেকে ভাবতে ভাবতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ করেই বুকের ভেতর থেকে একটা আলাদা কিছু মুহুর্তগুলো মেঘেদের বুকে জড়িয়ে সারাটা জীবন তোমায় দিলাম ভুবন ভরে এক খুশির জোয়ার ভাটার খেলায় আমার সকল দুঃখের প্রদীপ শিখা।

আমার প্রিয় তোমায় দিলাম ভুবন দেখার সুযোগ করে সম্মানিত ঐতিহ্য ধারণ করতে আমার প্রেমের গোলাপ।

আমার প্রেমের প্রথম কলি ফুটে উঠেছে সারা জীবন আমার শুভ্র প্রাণের স্পন্দন পৌছে গেছো অনেক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে করতে।

আজ অজানাকে সাক্ষী রেখে নিশ্চিন্তে এলিয়ে পরি ভোরের অজস্র শেফালি ফুলের অগাধ সম্মান প্রদর্শন করতে করতে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page