ভালোবাসার দিন ক্ষণ

ভালোবাসার দিন ক্ষণ

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

মন দেবো তোকে, মন নেবো তোর,
দেখি দিনক্ষণ, অপেক্ষা বছর ভর,
অবশেষে আসে বসন্তের সেই
ভালোবাসার দিন।
মন দিয়ে মন নিতেই হবে-
নয় থেকে যাবে ঋণ।

বছর যায়, বছর আসে,
মন নিয়ে খেলা, এই মধুমাসে,
অপেক্ষায় প্রহর গুনে কাটায় দিনরাত,
আসবে কবে ভালোবাসার সেই ফাগুন রাত।

আচ্ছা! দিনক্ষণ দেখে ভালোবাসা কি হয়?
মন দেওয়া নেওয়া, সহজ বুঝি?
আপন বসে রয়?

নীরবে, নিভৃতে এসে, হৃদয়ে করে করাঘাত,
নিরালায়, চুপিচুপি, কানে কানে বলে আসি –
ভালোবাসি ভালোবাসি!

এই রঙে রাঙে দুটি প্রেমীর হৃদয়,
আকাশ, বাতাস লাগে প্রেমে মধুময়।
কখনো কি ভালোবাসা দিন দেখে হয় ?

লাগেনা জাঁকজমক, লাগেনা তিথি,
চুপচাপ ভালোবাসা ঘটে নিতিনিতি।
আমার মন জানে,আর জানে সে,
মনে মনে যে আমারে খুব ভালোবাসে।

এত যে হৈচৈ, এত উৎসব !
চারিদিকে ভালোবাসা, ভালোবাসা রব,
এসবের সত্যি কি আছে প্রয়োজন?
ভালোবাসার কথা শুধু জানে দু’টি মন।

Loading

One thought on “ভালোবাসার দিন ক্ষণ

  1. অসংখ্য ধন্যবাদ আলাপী মনের সমস্ত সদস্যদের

Leave A Comment