“কবি কলম যেন না থামে”

“কবি কলম যেন না থামে”

-শিবব্রত গুহ

 

 

কবি কলম যেন না থামে,
কলম চলছে, কলম চলবে।
এই কলমের অগ্রগতি হয়েই চলেছে,
অনেক শক্তি চাইবে কলমকে থামাতে।
তুমি কিন্তু পাবে না ভয়,
শত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে কলম শানিত তরবারির মত।
কবির কলম ভরসা দেবে গরিব অসহায় মানুষদেরকে।
কবির কলম তাদের মুখে জুগিয়ে দেবে প্রতিবাদের শব্দ।
কবির কলমের শক্তি প্রবল,
সে পারে সব অশুভ শক্তিকে তছনছ করে
সমাজের বুকে শুভশক্তির সঞ্চালন করতে।
কবির কলমের আঘাতে সমাজের খারাপ মানুষরা পালাবার পাবে না পথ।
কবির কলমের ধার তরবারির চেয়েও বেশি,
একথা কবি যেও না ভুলে।
কবি বিপদের সময় তুমি মনকে রাখবে শক্ত,
কবি কলমকে ভয় পেয়ে অনেকে বলবে কুকথা।
তুমি শুনবেনা তাদের কথা।
কবির কলম চলবে তার নিজের ছন্দে,
আজ যারা করছে নিন্দা কবির,
আগামিকাল সেই মুখে তারাই করবে স্তুতি।
তাই বলি কবির কলম যেন না থামে,
কবির কলম যেন না থামে,
কবির কলম যেন না থামে।

Loading

Leave A Comment