জিজ্ঞাসা
-বিদ্যুৎ রায়
প্রাচীন বটবৃক্ষকে জিজ্ঞাসিলাম
শুকনো অচেনার কাছে গিয়ে বসলাম
কেউ বলতে না পারলো!
এ ঘাট, লোহার বেঞ্চ এই পথে
কতজন এলো আর গেল।
মরা গাছের ডালে আধমরা চিল
কানে কানে বললো হেসে খিল খিল।
কতজন এলো গেল কেউ তো জানেনা
তবে সকলেই নিয়ে আসে অতৃপ্ত বাসনা,
কোলের বাচ্চা থেকে তিনপায়ের মানুষ
যুবক যুবতীর তো থাকে না সব হুঁস –
কোন্ মেয়ের চোখ জ্বললো সিগারেটের ধোঁয়ায়
কোন্ ছেলে মেয়ে হালকা হল মুখোমুখি ছোঁয়ায়
কেউ জড়িয়ে ধরে এদিক ওদিক হাত চালায়
কেউ ফিরে যায় মনের অতৃপ্ত জ্বালায় ।
কোকিল এসে বলে ভাই আমিও দেখেছি
ওরা একলা বসে কি সব লেখে বিভোর হয়ে –
সবার আনন্দ মাঝে তুই কেন তন্ময়ে ?