Site icon আলাপী মন

মন

মন
-তোফায়েল আহমেদ

 

 

মনের সাথে কখনোই পারা যায়না
নিজের সাথে পারে,
শাসন করতে গেলে গতিশীল মনকে
বিদ্রোহ করে মারে।

অচেনা অজানা এই মনের বাড়ি- ঘর
ধরতেও কেহ পারেনা,
জীবনের নির্যাসেই চলে তার বসবাস
অনুভব করে, দেখেনা।

জীবনের জন্যই তার চিন্তা ও কষ্ট
তাই সব দোষ কেহ ধরেনা,
দেহের গাড়ি চালায় বিরতিহীন ভাবে
তার মায়া ছাড়তে পারেনা।

সদা চলমান তার,নানান বায়না ধরে
দ্রুত ধূর্ত,করে অনেক চালাকী,
মুহুর্তেই ঘুরে আসে এই রঙ্গিন দুনিয়া
পলকে পলকে তার ভেলকি।

এই মনের স্বভাব, ধরণ বিচিত্র্য পণ
কখনো ফাঁদে পড়ে কাঁদে,
দৃষ্টিতে বৃষ্টি ঝরিয়ে মন বুক ভাসায়
বোবা ব্যথার সম আর্তনাদে।

মন মহাজন সব জীবনের একজন
মঙ্গলেই সে হাসে,
পুলকে পুলকে ভালোবাসার রসায়ন
হরষের যাপনে চাষে।

অপেক্ষা আপেক্ষিক হলেই তিক্ত সে
মান অভিমান মন ভালো জানে,
জীবনকে টেনে -টেনে ভবে ক্লান্ত করে
কথা বলে গোপনের কানে।

হারানোর বেদনায় মন নির্ঘুম ও রক্তিম
শরীর পায় অনেক কষ্ট,
আবেগে অবহেলায় তপ্ত তৃষ্ণা বাড়ায়
জীবনটাই যেন নষ্ট।

এই রাজা, এই প্রজা,এই বিশাল ধনী
কল্পনা করে বানায়,
বাস্তবের মরিচিকায় মন দীর্ঘশ্বাসের
করুন সানাই বাজায়।

সৃষ্টির অনুভব অনুভূতি, আঁখির হাসি
বিনয় স্নেহ শ্রদ্ধা ভালোবাসা,
মন থেকেই সব উদয় হয় আশা নামে
কন্ঠে বলায় তার ভাষা।

মনের সুখই জীবনের সুখ মনের দুঃখই
জীবনের দুঃখ,
মনের চাহিদার শেষ নেই সারাজীবন
মনই কাঁপায় জীবনের বুক।

মানুষের ইচ্ছার শক্তিতেই জয়পরাজয়
মন ইচ্ছার কাছে অচল,
স্বর্গ নরক, বিবেক- জ্ঞান, চিনিয়ে দেয়
ভালো মন্দ ইচ্ছার ফসল।

ইচ্ছা শক্তির সাধনেই মন হয় বাধ্যগত
এখানেই জীবনের জয়,
বীনা সাধনে মনের দখল খুব কঠিন
তাই, জীবনের পরাজয়।

নদীর মত স্রোতের জীবন ক্ষণিকের
চলে ধারাবাহিক অভিনয় পর্ব,
মনের আশা চলতেই থাকে চিরদিন
শুধু, সুখের প্রাপ্তিতেই করে গর্ব।

মন যতক্ষণ আছে, জীবন ততক্ষণ
মৃত্যুর সাথে তার অবসান,
মনের গানই জীবন গায় এই জগতে
দুঃখ পেতে পেতে হয় পাষাণ।

Exit mobile version