Site icon আলাপী মন

নবিশি কলম

নবিশি কলম
-অযান্ত্রিক

 

তোমরা বলেছিলে সুদিন আসবে,
বনস্পতির ডালে ডালে জেগে উঠবে কচি কচি কলম সেনানী,
কাগজ কলম হাতে অপেক্ষায় আছি তাই,
নবিশি কলম আমার, আমি আর কতটুকুই জানি।

তোমরা বলেছিলে প্রেম আসবে, চিরবসন্ত আসবে,
গোলাপের পাপড়ি, আর চকলেটের কবিতায় ভরে উঠবে খাতা।
বলেছিলে বিশ্বাস রাখো, কবিতায়ও হবে প্রতিবাদ,
শব্দেরা পাল্টাবে গদি, সত্যি বলছি বিশ্বাস হয়নি কথাটা।

কবিতায় কন্যাভ্রূণ হত্যা নয়, দেবকন্যা আসবে আমাদের ঘরে,
অনুপম দেবশিশু খেলবে উঠোনে, আর তার ফুল তোলা ফ্রক।
একটা ধানের গন্ধ মাখা হাওয়া জড়িয়ে থাকবে আপন করে,
নবিশি কলম জানে না কিছুই,শুধু পথ চেয়ে অপেক্ষার শখ।

বদলে সময়ের পরতে পরতে নেমে এলো রাত,
একে একে ভেঙে গেলে রাজ্য, সম্রাটেরা সব একা। হঠাৎ করে নিশ্চুপ।
বুকের পরে ফুল, কলম বিহীন বরফের মতো হাত,
নবিশি কলম আমার তলিয়ে যায় চারপাশে শুধু মৃত্যুর অন্ধকূপ।

শব্দশকট ছাদহীন, স্থির স্থবির নবজাতক নিয়ে,
নিরস শাব্দিক খেলনার সাথে আর কতদিন খেলে যাব, হে কলম সেনা,
যারা চলে যায় মাঝ পথে হঠাৎ কথা থামিয়ে,
নবিশি কলম শুধু এটুকুই জানে, তারা আর কোনোদিন ফিরবেনা।

Exit mobile version