প্রেমের কবিতা…!!
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
ভেবেছিলুম একটা প্রেমের কবিতা লিখব
বেশ জমকালো, রসালো, মনোগ্রাহী কবিতা।
যে কবিতা পড়ে তোমার আমাকে মনে হবে — আহা, কি রোম্যান্টিক
কতো রসিক, না জানি কতো জন্মের বিরহী পিপাসার্তা হৃদয় আমার–
হয়তো ক্ষণেকের তরে আমার প্রতি মনটা তোমার বিগলিত,
বিহ্বল হবে প্রেমে কিংবা করুণায়–
হয়তো বা ভালোবাসায় ভরবে তোমার হৃদয়….
কিন্তু নাহ, হলো না তেমন কিছুই
পারিনি আজও তেমন কোনো নির্মম প্রেমের কবিতা লিখতে..
আসলে হৃদয়ে যার প্রেম নেই,
কর্কশ, কণ্টক ময় যার চলার পথ, জীবনে যে পায় নি এক রত্তি আসল প্রেম,
সত্যিকারের এক ফোঁটা ভালোবাসা —
তার কলম কি পারে নির্ভেজাল সুন্দর প্রেমের কথকতা রচনা করতে..
কল্পনা আর কতো সাহায্য করবে..
আসলে কল্পনাও তো আসে নির্মম বাস্তবের হাত ধরে,
কখনো বা বাস্তবের ই প্রতিনিধি স্বরূপ….!