ঠিক বেঠিক

ঠিক বেঠিক
-রানা চ্যাটার্জী 

 

 

আমি হচ্ছি একটা আপাদমস্তক ভুলে ভরা মানুষ,
নুন লঙ্কা মাখা কুচি কুচি পেয়ারা দেখলে যেমন
টপাটপ মুখে পুরতে ইচ্ছে করে ,
আমার সাথে তেমনি নিবিড়তা তৈরি হয় ক্ষনিকে।
বড়ো জলদি ভাবনার অবগাহনে নিজেকে সঁপে দেওয়া উচিত নয় জেনেও কই পারি স্বার্থপরতার মোড়কে কৃত্রিমতার লিটমাসে মুখোশ টানতে !

হোক ভুলে ভরা ,নাই বা পারলাম স্পন্দনহীন রোবট হতে ,
অগুনতি মানুষের ভিড়ে মিশে যাওয়া আমি বিশ্ব দর্শনে মাতি,
গল্প করি , ছোটোখাটো হলেও মানুষের সমস্যায় চিন্তিত হয়ে বাঁচি,
ভুলে যাই , কি এর ভবিষ্যত !
হু হু পার হয়ে যাওয়ার সময় ভ্রুকুটি করে তবু আমি হেঁটে চলি রাস্তার রেলিং ধরে ,
ভুল পথ না ঠিক সেসব বিচার না করেই এগিয়ে।

Loading

Leave A Comment