একাকী

একাকী

-শরদিন্দু

 

 

রৌদ্রজ্বল দিগন্ত বিস্তৃত মাঠ
তারই এক পাশে,
রয়েছে একটি ছোট্ট কুঠির
একাকী রয়েছি আমি বসে।

সারাটা দিন কাটে আমার
সরিষা খেতের পশে,
স্বপ্ন গুলো বাসা বাঁধে
তৃণ ভূমির ওই ঘাসে।

কে বলেছে একা আমি
সাথ দিয়েছে
সরিষা ক্ষেতের ওই ফুল,
সারাটাদিন মাথা দুলিয়ে
বলতে থাকে
একাকীত্ব টাই যে ভুল।

মৌন থাকা গাছ গুলিকে
শোনাই আমার কথা,
সারাটাদিন বলতে থাকি
জমে থাকা সব ব্যাথা।

হটাৎ দেখি সাথীরা সব
করে কলরব,
চাষী এসে পোঁছায় গলা
শেষ হলো যে সব।

আমার সুখ দুঃখের সঙ্গী গুলি
লইয়া গেল চাষী,
হৃদয় আমার ফেটে পড়লো
ভিজলো আমার আঁখি।

একা থাকার জীবন আমার
কেউ দেয় না সাথ,
ভাবি না তাই কাউকে নিয়ে
কে ধরবে হাত।

Loading

Leave A Comment